রংপুর প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে ভাড়াটিয়া ও দোকান মালিকের দ্বন্দ্বের জেরে বিএনপির কর্মি লাভলু মিয়া নিহত হওয়ায়, তার আসামীদের দৃষ্টান্ত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সামাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রাতে রংপুরের বদরগজ্ঞ উপজেলায় লাভলু মিয়ার হত্যাকারিদের গ্রেফতার করে তাদের বিচারের দাবিতে এলাকাবাসী ও বিএনপির নেতাকর্মিরা একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে তারা কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে এক প্রতিবাদ সমাবেশ করে।
এ সময় বক্তারা বলেন, লাভলু আমাদের বিএনপির নিবেদিত একজন রাজনৈতিক কর্মী ছিলেন। তাকে অন্যায়ভাবে বদরগঞ্জ বাজারে প্রকাশ্যে মাথায় ছুরিকাঘাত করে হত্যা করেছে সন্ত্রাসী বাহিনী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.