বড় লিডের লক্ষ্যে তৃতীয় দিনের খেলা শুরু করেছে বাংলাদেশ

বিটিসি স্পোর্টস ডেস্ক: ৩৭০ রানের লিড নিয়ে শুক্রবার (১৬ জুন) মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করেছে বাংলাদেশ। হাতে আছে ৯ উইকেট। এমন পরিস্থিতিতে টাইগারদের লক্ষ্য লিড আরও বড় করা।
আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে নিজদের প্রথম ইনিংসে ৩৮২ রান করে টিম টাইগার। জবাবে মাত্র ১৪৬ রান অলআউট হয় আফগানরা। ফলে ২৩৬ রানের লিড পায় টাইগাররা। তবে আফগানদের ফলোঅন না করিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ১৮ রানে ১৩ বলে ১৭ রান করে আউট হন মাহমুদুল হাসান জয়।
জয়ের বিদায়ের পর ক্রিজে আসেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা নাজমুল হাসান শান্ত। ওপেনার জাকির হাসানকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন শান্ত। ওয়ানডে স্টাইলে ব্যাট করতে থাকেন এই দুই ব্যাটার।
দুজনই তুলে নেন অর্ধশতক। শেষ পর্যন্ত ১ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। জাকির হাসান ৫৫ ও নাজমুল হাসান শান্ত ৬০ রানে অপরাজিত আছেন। আফগানদের পক্ষে একমাত্র উইকেট নেন আমির হামজা।
হাতে সময় অফুরান, লিডও প্রায় আকাশছোঁয়া। তাই কোনো তাড়াহুড়োর পক্ষে নয় বাংলাদেশ। তৃতীয় দিনের খেলা শুরুর আগে প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে জানালেন, যত বেশি সময় সম্ভব ব্যাট করতে চায় তার দল।
যদি আমাদের পরিকল্পনার কথা জিজ্ঞেস করেন, আমরা সারা দিন ব্যাটিং করতে পছন্দ করব। যাতে বুঝতে পারি এই ধরনের কন্ডিশনে আমরা এমন করি। যেহেতু এটি স্রেফ একটি টেস্ট। তো এই মুহূর্তে নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.