বড়াইগ্রামে মাটিবাহী ট্রাক্টরের চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে অবৈধ ভাবে খনন করা পুকুর থেকে মাটি বহনকারী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শান্ত ইসলাম (৭) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের নওগ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত নওগ্রামের আসমত আলী প্রামাণিকের ছেলে। সে নওগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ গ্রামবাসী ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছিল। খেলায় অংশ নিয়ে পিপাসা লাগলে শান্ত তার ফুফুর হাত ধরে স্কুলের পাশে একটি বাড়িতে পানি পান করতে যাচ্ছিল। এ সময় পথে মোহাম্মদ আলী নামে এক ব্যাক্তির অবৈ ধভাবে খনন করা পুকুরে রমাটিবাহী একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনা স্থলেই শান্ত মারা যায়।
বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বিষয়টির সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করে জানান, শিশুটির মৃত্যুর খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। এব্যাপারে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.