BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বড়াইগ্রামে পুলিশের ধাওয়ায় আহত বিএনপি নেত্রী হেলেনা বিনা চিকিৎসায় পঙ্গুত্বের পথে

বড়াইগ্রামে পুলিশের ধাওয়ায় আহত বিএনপি নেত্রী হেলেনা বিনা চিকিৎসায় পঙ্গুত্বের পথে

নাটোর প্রতিনিধি: অর্থাভাবে বিনা চিকিৎসায় ধীরে ধীরে পঙ্গুত্বের দিকে এগিয়ে যাচ্ছেন বড়াইগ্রামের বিএনপি নেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা পারভীন। আ’লীগের অবৈধ নির্বাচন বাতিলের দাবিতে আন্দোলনকালে পুলিশের ধাওয়ায় রাস্তায় পড়ে গিয়ে মেরুদন্ডে গুরুতর আঘাত পান তিনি।

তারই প্রতিক্রিয়ায় চলার ক্ষমতা হারিয়ে হুইল চেয়ারই এখন তার একমাত্র অবলম্বন হয়ে দাঁড়িয়েছে। অথচ উপযুক্ত চিকিৎসা পেলে এখনও সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরতে পারেন তিনি।

হেলেনা পারভীন উপজেলা মহিলা দলের সভানেত্রী এবং ২০১৪ সালের নির্বাচনে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি উপজেলার ছাতিয়ানগাছা গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী।

খালেদা জিয়ার কারাদন্ডাদেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়ে তিনি এক মাস ১৮ দিন জেল খেটেছেন। এছাড়াও বিগত দিনে তার নামে গাড়ি ভাংচুর ও নাশকতার অভিযোগে তিনটি ছিল।

জানা যায়, ২০১৩ সালে আওয়ামীলীগের এক তরফা সংসদ নির্বাচন বন্ধের দাবিতে উপজেলা বিএনপির উদ্যোগে বনপাড়া বাজারে বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশের ধাওয়া ও বেপরোয়া লাঠিচার্জে রাস্তায় পড়ে যান হেলেনা। এতে তার পিঠের উপরের দিকে মেরুদন্ডে গুরুতর আঘাত লাগে। তবে সে সময় আঘাতের পরিমাণ বুঝে উঠতে পারেননি। তবে কিছুদিন পর থেকেই তিনি মাঝে মাঝে হাঁটা বা দাঁড়িয়ে থাকা অবস্থায় মাটিতে পড়ে যেতেন। ধীরে ধীরে তার হাত ও পা ঠিক মতো কাজ করতো না। ২০২১ সালের দিকে তিনি একেবারে বিছানাগত হয়ে পড়েন।

পরে রাজশাহীতে নিয়ে গেলে বিভিন্ন পরীক্ষা করে তার মেরুদন্ডে আঘাতের বিষয়টি জানতে পারেন।

এ সময় নিউরো সার্জারী বিশেষজ্ঞ ডা. মো. লাইলাতুল কাদির মিল্কী জানান, আঘাতের কারণে মেরুদন্ডের হাড় একটু স্থানচ্যূত হয়ে একাধিক রগে চাপ লেগে আছে। দ্রুত অপারেশন না করালে তিনি চিরতরে পঙ্গু হয়ে যাবেন।

অপারেশনে কমপক্ষে ১০ লাখ টাকা লাগবে বলে জানান চিকিৎসক।

এ ব্যাপারে বিএনপি নেত্রী হেলেনা পারভীন কান্নাজড়িত কন্ঠে বিটিসি নিউজকে বলেন, আন্দোলনে গিয়ে আহত হয়ে এখন আমি অচল প্রায়। হাঁটতে পারি না, দুই হাত অকেজো। টাকার অভাবে অপারেশনও করাতে পারছি না। কিন্তু বিএনপির স্থানীয় ২-৩ জন নেতা ছাড়া কেউ খোঁজ নেয়নি, পাশে দাঁড়ায়নি। আমি সুস্থ হয়ে আবার দলের কাজ করতে চাই। কিন্তু চিকিৎসার জন্য এতো টাকা যোগানোর সাধ্য নেই আমার। তাই আমি এ দু:সময়ে ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানসহ সুদৃষ্টি কামনা করছি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আপনাদের কিছু না কিছু বলতেই হবে : হিমি রণবীরের সঙ্গে বলিউডে অভিষেক করছেন কল্যাণী! বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ও জাদুঘরে ই-টিকিটিং সেবা চালু পুতিন-নেতানিয়াহু ফোনালাপ: ইরান ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নিশ্চিতের আহ্বান রাশিয়ার গ্রিনল্যান্ডের নিরাপত্তা ন্যাটোর সামষ্টিক দায়িত্ব : ডেনিশ প্রধানমন্ত্রী গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া : বললেন স্বাস্থ্য উপদেষ্টা চীনের সঙ্গে নতুন কৌশলগত অংশীদারত্বে কানাডা, শুল্ক কমানোর ঘোষণা মাচাদোকে ‘অসাধারণ নারী’ বলে ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো গ্রিনল্যান্ড দখলে অনড় যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবে সেনা পাঠাচ্ছে ইইউ