বড়াইগ্রামে আগুনে পুড়ে ছাই হলো ৮ গরু-ছাগল, অগ্নিদগ্ধ একজন


নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের নগর ইউনিয়নের তালশো স্কুলপাড়া এলাকায় আগুনে পুড়ে বসতবাড়ি, গোয়ালঘর সঙ্গে ৪টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে।
গরু-ছাগল রক্ষা করতে গিয়ে গৃহকর্তা রহমত আলীর ছেলে বরকত আলী (৪০) এর শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়ে যায়। তাকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
রোববার দিবাগত মধ্যরাতে রহমত আলীর বসতবাড়িতে এ অগ্নিকান্ড ঘটে। এতে তার বসতবাড়ি ও বাড়ির সকল মালামাল এবং ৮টি গবাদীপশু সহ গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়।
জানা গেছে, গোয়ালঘরে রাখা মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা।
নগর ইউপি চেয়ারম্যান শামসুজ্জোহা সাহেব ঘটনার সত্যতা স্বীকার করে বিটিসি নিউজকে জানান, স্থানীয় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তাৎক্ষণিক নগদ অর্থ ও অন্যান্য সহায়তা প্রদান করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.