বঙ্গোপসাগরে কয়লাবাহী লাইটার জাহাজ ডুবে, নিখোঁজ ১২ নাবিক

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: বঙ্গোপসাগরে সাঙ্গু গ্যাস ফিল্ডের কাছে কয়লাবাহী একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় ১২ জন নাবিক নিখোঁজ রয়েছে। জাহাজ ও নিখোঁজ হওয়া নাবিকদের উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড ও নৌবাহিনী।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। বিআইডব্লিউটিসির উপ-পরিচালক মো. সেলিম বিষয়টি নিশ্চিত করেন।

বিআইডব্লিউটিসির উপ-পরিচালক বলেন, ১২ জন নাবিক নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড ও নৌবাহিনী। নৌবাহিনীর পক্ষ থেকে মোবাইল ফোন এক ক্ষুদে বার্তায় জানানো হয়, বঙ্গোপসাগ‌রের সাঙ্গু গ্যাস ফিল্ডে‌র কাছে কয়লাবাহী লাইটার জাহাজডু‌বি। নি‌খোঁজ ১২জন নাবিক।

উদ্ধার কাজ চালাচ্ছে নৌবা‌হিনীর ৫টি জাহাজ ও কোস্টগার্ড। বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাসফিল্ডের কাছে  ডুবে গেছে।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে। এদিকে, কোস্টগার্ড পূর্ব জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম জানান, এমভি হীরা পর্বত-৮ নামে কয়লাবোঝাই একটি লাইটার জাহাজ সকাল সাড়ে ৮টার দিকে উত্তাল সাগরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ও ইঞ্জিন বিকল হয়ে জাহাজটি ডুবে যায়।

এ ঘটনায় মোট ১২ নাবিক নিখোঁজ রয়েছেন। এছাড়া ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারও।

উল্লেখ্য: গতকাল বুধবার থেকে চট্টগ্রাম নগরীতে বৃষ্টি চলছে। আজ বৃহস্পতিবারও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

এছাড়া ঝোড়ো হওয়ার আশঙ্কায় দেশের সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

সং বাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো ..জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.