বঙ্গভবনে করোনার টিকা নিলেন রাষ্ট্রপতি

বিটিসি নিউজ ডেস্ক: করোনাভাইরাসের টিকা নিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ বুধবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে রাষ্ট্রপতি করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেন। একইসঙ্গে তাঁর স্ত্রী রাশিদা খানমও করোনাভাইরাসের টিকা নিয়েছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আজ বুধবার (১০ মার্চ) বিকেল ৫টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি টিকা নিয়েছেন। এদিন রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমও করোনার টিকা নিয়েছেন। এসময় রাষ্ট্রপতি দেশবাসীকে করোনার টিকা নেয়া ও একই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
এর আগে গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১৪ ফেব্রুয়ারী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী করোনার টিকা নিয়েছেন।
গত ২৭ জানুয়ারী রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে টিকা দিয়ে বাংলাদেশে টিকাদান কার্যক্রম শুরু হয়। এরপর ৭ ফেব্রুয়ারী শুরু হয় সারাদেশে গণটিকাদান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.