বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে পঞ্চগড়ে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে বৃহষ্পতিবার দুপুরে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আয়োজিত প্রতিযোগিতায় পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। মুক্তিযুদ্ধ বিষয় ভিত্তিক ছবি আঁকা প্রতিযোগিতায় দুই বিভাগে অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারি প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি পঞ্চগগ সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক।
এ সময় জেলা তথ্য কর্মকর্তা মো. হায়দার আলী, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.