বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ স্বাধীন সাহিত্য পরিষদের সাংস্কৃতিক অনুষ্ঠান


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের নেয়া ৬৬দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে চাঁপাইনবাবগঞ্জ স্বাধীন সাহিত্য পরিষদের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের প্রগতিশীল সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু তরুন লেখক পরিষদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও গাংচিল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ।

আজ শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অস্থায়ী মুজিব মঞ্চে এই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু তরুন লেখক পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. ইব্রাহিম।

সাংস্কৃতিক অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যক্ষ সাইদুর রহমান। বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ স্বাধীন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক শিক্ষা ও সংস্কৃতি কর্মকর্তা এনামুল হক তুফান, আব্দুল আলিম, মো. আমিরুল ইসলাম, এ্যাড আফসার আলী, অধ্যক্ষ আতাউর রহমান।

সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি মফিজুর রহমান জামাল। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাঁও, নির্বাহী ম্যাজিষ্টেট মোমতাজ উদ্দিন, নয়মুল বারী ছাড়াও অংশ গ্রহণকারী সংগঠনের সদস্যগণ, অভিভাবকগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংগীত পরিবেশন করেন মো. নুরুল ইসলাম, কামরুন্নাহার এ্যানী, জুয়েল বাবু, হীয়া, রিয়া, লাবিবা তাবাসসুমসহ অন্যরা।

কবিতা আবৃত্তি করেন মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তাক হোসেন, আব্দুস সালাম, আব্দুস সাত্তার, সায়েরা খাতুন ফেন্সি, তাসনিয়া আফরিন, লাবিবা তাবাসসুম, মনোয়ার মোস্তাফিজ আদনানসহ অন্যরা।

সাংস্কৃতিক অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন গান, কবিতা আবৃত্তি করেন স্থানীয় কবি ও শিল্পীরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.