বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা জনগনের কল্যানে কাজ করছে – পলক


নাটোর প্রতিনিধি:  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে। তীব্র শীত, বন্যায় আমরা পাশে আছি।

শেখ হাসিনা সরকার ২৪ ঘন্টা মানুষের পাশে আছে। জননেত্রী শেখ হাসিনা ১৮ ঘন্টা জনকল্যানে কাজ করেন।মানুষের ৫ টি অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু জীবন দিয়ে গেছেন, বঙ্গবন্ধু কন্যা অক্লান্ত চেষ্টা করে যাচ্ছেন।

অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে যাচ্ছেন।শিক্ষার জন্য সরকার বিনামূল্য বই দিচ্ছে, ঘরে ঘরে বিদ্যুৎ দিচ্ছে।। প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত করছে। সিংড়ায় চলনবিল ডিজিটাল সিটি হচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারী কোম্পানী সামাজিক দায়বদ্ধতায় কাজ করছে।

আজ শুক্রবার সকাল ৮ টায় নাটোরের সিংড়ায় গোডাউনে তিন হাজার শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।

হুয়াওয়ে বাংলাদেশ সিনিয়র সিটিজেন আয়োজনে এই শীতবস্ত্র প্রদান করা হয়।বক্তব্য রাখেন, হুয়াওয়ে এর প্রধান নির্বাহী কর্মকর্তা ঝাং জেং জুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি।পরিচালনা করেন, উপজেলা ছাত্রলীগের সাধারন স¤পাদক নাজমুল হক বকুল।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.