বঙ্গবন্ধুর অবদান তরুণ প্রজন্মকে জানাতে হবে : শেখ তন্ময় এমপি 


বাগেরহাট প্রতিনিধি: জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে দৌহিত্র বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় বলেন দেশ আজ উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে ঘুরে দাঁড়াচ্ছে। স্বাধীনতার ৫০ বছর পরেও স্বাধীনতা বিরোধী শক্তি এখনো দেশকে পেছনে ফেলে রাখতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। দেশেকে স্বাধীন করতে বঙ্গবন্ধুর যে অবদান তা নতুন তরুণ প্রজন্মকে জানাতে হবে।
গতকাল রবিবার (০৯ জানুয়ারি) বিকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে সংসদ সদস্য শেখ তন্ময় খানজাহান আলী (রহ) এর মাজার জিয়ারত করেছেন।
এসময়, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান,বাগেরহাট জেলা পুলিশ সুপার কেএম আরিফুল হক, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, সহ-সভাপতি এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, ফরিদ উদ্দিন আহমেদ, মনোয়ার হোসেন টগর, যুগ্ন সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক,মীর ফজলে সাইদ ডাবলু, লিয়াকত হোসেন লিটন, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম,,বাগরেহাট -১ আসনরে মাননীয় সংসদ সদস্য জননতো শখে হলোল উদ্দনিরে ব্যক্তগিত সহকারী ফরিোজুল উসলাম,,সংসদ সদস্য শখে তন্ময়রে ব্যক্তগিত সহকারী এইচ এম শাহীন,বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাজার জিয়ারত শেষে সকলকে নিয়ে দেশ জাতির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন সংসদ সদস্য শেখ তন্ময়।
১৫ আগস্টের সকল শহীদদের রুহের মাগফেরাত, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দীর্ঘায়ু ও দেশের সার্বিক কল্যান কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন খানজাহান আলী মাজারের প্রধান খাদেম ফকির শের আলী।
এর আগে মাজারগেটে সংসদ সদস্য শেখ তন্ময়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রশাসনের উর্দ্ধোতন কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা। পরে বাগেরহাট প্রেসক্লাবের নেত্রীবৃন্দ ফুলের শুভেচ্ছা জানান সংসদ সদস্য শেখ তন্ময়কে। এসময়, সংসদ সদস্য শেখ তন্ময় গনমাধ্যমকর্মীদের নানা বিষয়ে খোজ খবর নেন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.