বগুড়া-৬ আসনে বড় ব্যবধানে মির্জা ফখরুলের জয়

বগুড়া প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

গতকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা ভোটে ওই আসনের ১৪১টি ভোটকেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে।

এ আসনে ফখরুল মোট দুই লাখ পাঁচ হাজার ৯৮৭ ভোট পেয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙল প্রতীকের প্রার্থী নূরুল ইসলাম ওমর ৩৯ হাজার ৯৬১ ভোট পেয়েছেন।#

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান।

Comments are closed, but trackbacks and pingbacks are open.