বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

বগুড়া প্রতিনিধি:  আজ সোমবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীরের বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ।

১৪১টি ভোটকেন্দ্রে বিকেল ৫টা পর্যন্ত ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণ শুরু হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উপ-নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, মুসলিম লীগ, বাংলাদেশ কংগ্রেস ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মোট ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮ জন। যার মধ্যে নারী ভোটার ৫১ শতাংশ।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গতকাল গতকাল রবিবার সকাল থেকেই বিজিবি সদস্যরা নির্বাচনি এলাকায় টহল শুরু করেছেন।

১৫ প্লাটুন বিজিবি অবস্থান করছে নির্বাচনী এলাকায়।বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুল মালেক বিটিসি নিউজকে জানান, ‘বিজিবি সদস্যরা নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে কাজ করবেন।

নির্বাচন কমিশন জানায়, ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর আসন থেকে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হন।

কিন্তু তিনি ‌‌‌নির্দিষ্ট সময়ের মধ্যে শপথ গ্রহণ না করায় আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বগুড়া প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.