বগুড়া-৩ আসনে জাসদের মনোনীত প্রার্থী অধ্যক্ষ নজরুল

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু) থেকে দলীয় মনোনয়ন দিয়েছেন বগুড়া জেলা জাসদের শিক্ষা বিষয়ক সম্পাদক আদমদীঘি জালাল উদ্দীন মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলামকে। ইতিমধ্যে তিনি দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন, জমাদান ও মনোনয়ন বোর্ডের সাক্ষাতকার দিয়েছেন।

অধ্যক্ষ নজরুল ইসলাম জানান, তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া আসন থেকে মশাল প্রতীক নিয়ে লড়তে চান। তিনি নির্বাচিত হলে এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, বাল্যবিয়ে, মাদক রোধসহ অত্র আসনে বর্তমার সরকারের ঘোষিত উন্নয়নধারা অব্যাহত রাখবেন। তিনি সমাজ থেকে অন্যায় দূনীর্তি ও স্বজনপ্রীতি রোধে বলিষ্ঠ ভুমিকাও রাখবেন।

অধ্যক্ষ নজরুল ইসলাম দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের বিশিষ্ঠ সমাজ সেবক কোরবান আলী মন্ডলের ছেলে। এই আসনে জাসদ থেকে আব্দুল মালেক ও এমদাদুল হক তালুকদারও দলীয় মনোনয়ন সংগ্রহ করেছিলেন বলে সংশ্লিষ্ঠ সুত্রে জানা যায়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.