বগুড়া শ্রমিকদলের শহরসহ সকল উপজেলা ও বন্দর কমিটি বিলুপ্ত

বগুড়া প্রতিনিধি: বগুড়ার জাতীতাবাদী শ্রমিকদলের শহর এবং জেলার সকল উপজেলা ও বন্দর কমিটি সমুহ বিলুপ্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার বগুড়া জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
কেন এই বিলুপ্তি জানতে চাইলে দলের জেলা সম্পাদক মোহাম্মদ আলী বলেন, মুলত নিষ্ক্রিয়তার বলয় ভেঙ্গে যোগ্যতম লোকদের দিয়ে সংগঠনগুলোকে চাঙ্গা, সময়োপযোগী করে পুনঃগঠনের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই পদক্ষেপ আগামীদিনের আন্দোলন জোরদারে সহায়ক ভুমিকা পালন করবে বলেও মনে করছেন তারা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বগুড়া প্রতিনিধি রাহেনুর ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.