বগুড়ায় ৭ শিবিরকর্মী আটক, জিহাদি বই-দেশীয় অস্ত্রসহ ল্যাপটপ উদ্ধার

বগুড়া প্রতিনিধি: বগুড়া সদরের মালতিনগর মহল্লার একটি বাড়ি থেকে শিবিরের ৭ নেতাকর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, দেশীয় অস্ত্র, ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (১১ নভেম্বর) সকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, তারা নাশকতার উদ্দেশ্যে সংগঠিত হচ্ছিল। আর তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বিটিসি নিউজকে জানান, ৭/৮ জন শিবির নেতাকর্মী নাশকতা মূলক কর্মকাণ্ড চালানোর জন্য মিলিত হচ্ছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে শহরের মালতিনগর শ্মশাান ঘাটের পার্শ্বে একটি বাড়িতে অভিযান চালানো হয়।

সেখান থেকে দেশীয় অস্ত্র লাঠিসোটা, ল্যাপটপ, জিহাদি বইসহ ৭ শিবিরকর্মীকে আটক করা হয় বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

আটককৃতরা হলেন: শাহীন আলম, আসাদুল আল গালীব, মেজেদী হাসান, জিয়া আলম, গোলাম মোতুর্জা, আব্দুল কুদ্দুস, ইউসুফ আলী। তারা সবাই বগুড়া জেলার শিবিরের দায়িত্বপ্রাপ্ত নেতা এবং সদস্য।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বগুড়া প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.