বগুড়ায় শিক্ষক নিয়োগে ভুয়া প্রশ্নপত্র সহ ১০ লাখ টাকার চেক উদ্ধার, গ্রেফতার ১

বগুড়া প্রতিনিধি:  বগুড়া শহরের লতিফপুর মধ্যপাড়ায় থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় শহরের লতিফপুর মধ্যপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল এবং দশ লাখ টাকার দুইটি চেক উদ্ধার করা হয়।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসান বিটিসি নিউজকে জানান, আলমগীর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র দেওয়ার কথা বলে চেকের মাধ্যমে টাকা নিয়ে প্রতারণা করে আসছিল।

বিষয়টি জানার পর আমরা তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে দশ লাখ টাকার চেক ও দুইটি মোবাইলসহ গ্রেফতার করি।

তার বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বগুড়া প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.