বগুড়ায় মন্দিরে লক্ষ্মী প্রতীমা ভাঙচুর

বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের অদূরে সাবগ্রাম সার্বজনীন দুর্গামন্দিরের একটি লক্ষ্মী প্রতীমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত বুধবার (২০ অক্টোবর) দিবাগত রাতে প্রতীমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, সনাতন ধর্মালম্বীদের লক্ষ্মী পূজা উপলক্ষে সার্বজনীন দুর্গামন্দিরে মঙ্গলবার থেকে পূজা চলছিল।
গতকাল বৃহস্পতিবার সকালে মন্দির এর পাশে পুকুরে লক্ষ্মী প্রতীমা বিসর্জ্জন জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তারা।
গতকাল বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে স্থানীয় এক মুদি দোকানী বিপুল দেবনাথ সহ কিছু ব্যক্তি এসে মন্দিরে প্রতীমা ভাঙচুর অবস্থায় দেখতে পেয়ে ‘৯৯৯’ তে কল করেন।
মন্দিরের লক্ষ্মী প্রতিমা ভাঙচুরের ঘটনায় খবর পেয়ে সকাল ১০টায় জেলা প্রশাসক জিয়াউল হক, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তারা জানান, দোষীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে।
বগুড়া সদর থানার (অফিসার ইনচার্জ) সেলিম রেজা বিটিসি নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। জড়িতদের শনাক্তে আমরা কাজ করছি। এঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বগুড়া প্রতিনিধি রাহেনুর ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.