বগুড়ায় বাসের ধাক্কায় নিহত-৩

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে বাসের ধাক্কায় ভটভটি চালিত নসিমনের দুইজন চালক সহ ৩জন নিহত এবং আহত হয়েছেন ১০জন। আজ সোমবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা বটতলা নামক স্থানের ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস অফিসার মো. নাজির হোসেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, আমিনপুর এলাকা থেকে ধানবোঝাই একটি ভটভটি শেরপুর আসার পথে ঘোগাবটতলা এলাকায় পৌঁছালে ধাক্কা দেয় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস। ধাক্কায় ওই ভটভটির সঙ্গে উল্টো দিক থেকে আসা আরেকটি ভটভটির ত্রিমুখী সংঘর্ষ হয়।
নিহতরা হলেন- ভটভটির চালক শাহবন্দেগি ইউনিয়নের শেরুয়া এলাকার আল আমিন ও শেরপুর পৌর এলাকার গোপাল সরকার এবং যাত্রী শাজাহানপুরের আড়িয়াবাজার এলাকার মো. নাঈম।
এঘটনায় আহত নাজমুল নামে আরেক যাত্রী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বগুড়া প্রতিনিধি রাহেনুর ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.