বগুড়ায় কেমিক্যাল করখানায় বিষাক্ত গ্যাসে একজনের মৃত্যু: আহত-৩


বগুড়া প্রতিনিধি: বগুড়ায় কেমিক্যাল কারখানার বিষাক্ত গ্যাসের কবলে পরে একজন মহিলার মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে চারটায় বগুড়ার শেরপুর উপজেলার মীর্জাপুর এলাকায় এসআর কেমিক্যাল নামক একটি প্রতিষ্ঠানে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত নারী শ্রমিকের নাম আয়েশা বেগম (৪০)।
তিনি উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের সোলেমান আলীর স্ত্রী। এঘটনায় আরও ৩জন নারী অসুস্থ হয়েছেন বলে জানা গেছে।
জানাগেছে, আজ বুধবার বিকেলে নারী শ্রমিকরা রান্না করছিলেন। এসময় কারখানা থেকে বিষাক্ত গ্যাস বের হলে চারজন শ্রমিক অসুস্থ হয়ে পরেন। এসময় অন্যান্য শ্রমিকরা তাদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করেন।
অপর অসুস্থ শ্রমিকরা হলেন- মনোয়ারা বেগম (২৬), ঝড়না বেগম (২৮) এবং আজিরন বেওয়াকে (৪০)। তারা বগুড়া শহরের একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বলে জানাগেছে।
শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসান বিটিসি নিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে আয়েশা বেগমের মৃত্যু হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বগুড়া প্রতিনিধি রাহেনুর ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.