বগুড়ায় পুরাতন জেএমবি বাংলাদেশ শাখার আমীর ‘বন্দুকযুদ্ধে’ নিহত

 

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পুরাতন জেএমবি বাংলাদেশ শাখার আমীর নিহত হয়েছে।

এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তলসহ গুলি উদ্ধার করে।

গতকাল ০৫ নভেম্বর সোমবার দিবাগত রাত দেড়টার দিকে শিবগঞ্জের পিরবের তাতি পুকুর এলাকায় টহল পুলিশের উপর একদল দুস্কৃতিকারী হামলা চালালে পুলিশ পাল্টা গুলি চালায়। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত শজিমেক হাসপাতালে প্রেরণ করেন।

আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে জানান।

আহত অবস্থায় জিজ্ঞাসাবাদে তার নাম খোরশেদ বলে জানায়, পিতার নাম মোঃ আব্দুল খালেক বাড়ি ঘোনার পাড়া, থানা. সরিষাবাড়ী, জেলা. জামালপুর।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বিটিসি নিউজকে জানান, খোঁজখবর নিয়ে জানা যায় সে পুরাতন জেএমবি এর বাংলাদেশ শাখার আমির। মাস্টার@সামিল নামে সে সাংগঠনিকভাবে পরিচিত ছিল।

এ ঘটনায় পুলিশের এসআই আহসান এবং কনস্টেবল সাব্বির আহত হয়েছেন। তাদের পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি, একটি বার্মিজ চাকু, একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.