বগুড়া প্রতিনিধি: বগুড়ার সেউজগাড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে ১১টি দেশীয় অস্ত্র, মাদক ও সেবন সামগ্রীসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার (৯ জুন) সকালে সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. সাজ্জাদ রায়হান আকাশের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায়।
আটককৃতরা হলেন– বগুড়া শহরের চক সূত্রাপুর জহুরুল পাড়া এলাকার আব্দুল মোতালেবের ছেলে মো. ফেরদৌস (৪৫), সেউজগাড়ি পালপাড়া এলাকার মৃত সালাউদ্দিনের ছেলে আলম আকন্দ (৪৫), চক সূত্রাপুর এলাকার সিরাজ শেখের ছেলে মো. শাওন শেখ (২৭), সেউজগাড়ি পালপাড়া এলাকার আলম আকন্দের স্ত্রী মোছা. তাসলিমা বেগম (৩৭)ও আলম আকন্দের মেয়ে আইরিন আক্তার সোনালী। এদের মধ্যে আলম আকন্দ ও তাসলিমা বেগম বগুড়ার আলোচিত তুফান সরকারের শ্বশুর-শাশুড়ি।
অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে ১১টি দেশীয় অস্ত্র, একটি বার্মিজ চাকু, ১৫ বোতল ফেনসিডিল, ২০০ গ্রাম গাঁজা, গাঁজা সেবনের সরঞ্জাম এবং বিপুল পরিমাণ খালি ফেনসিডিলের বোতল উদ্ধার করা হয়।
ক্যাপ্টেন সাজ্জাদ জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের সরঞ্জামসহ বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বগুড়া প্রতিনিধি রাহেনুর ইসলাম। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.