বগুড়া প্রতিনিধি: সেনাবাহিনীর ভুয়া পরিচয়পত্র (আইডি কার্ড) তৈরির অভিযোগে বগুড়ায় অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, গতকাল বুধবার (০৮ জানুয়ারি) গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী বগুড়া সদরে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভুয়া সামরিক পরিচয়পত্র তৈরির অভিযোগে কয়েকটি প্রিন্টিংয়ের দোকান থেকে আটজনকে আটক করা হয়। এ সময় ভুয়া পরিচয়পত্র তৈরির কাজে ব্যবহৃত কম্পিউটার, ল্যাপটপ, বিশেষ প্রিন্টার ও স্ক্যানারসহ আনুষঙ্গিক সরঞ্জামাদি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছে আটকরা।
যে কোনো পরিচয়পত্র/আইডি কার্ড জালিয়াতি একটি দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে আইএসপিআর।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বগুড়া প্রতিনিধি রাহেনুর ইসলাম। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.