বগুড়ায় লুটের ৭০ লাখ টাকার যন্ত্রাংশসহ ৩ ডাকাত গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে নর্দান হ্যাচারী লিমিটেড থেকে ডাকাতি হওয়া ৭০ লাখ টাকার যন্ত্রাংশসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে দুজন ট্রাক ড্রাইভারও আছেন।
বুধবার (১৫ মার্চ) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
গেল সোম ও মঙ্গলবার রাতে ঢাকার কদমতলি মানিকগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক দুইটি জব্দ করা হয়েছে।
বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী জানিয়েছেন, গ্রেপ্তার ফজলুর রহমান, ইকবাল হোসেন ও তোফাজ্জল হোসেন সবাই সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য ও শাজাহানপুরে সংঘটিত হওয়া দুর্ধর্ষ এই ডাকাতির সাথে সরাসরি জড়িত।
এর আগে, ৬ মার্চ জেলার শাজাহানপুরে নর্দান হ্যাচারী লিমিটেডে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। আট থেকে নয় জন সন্ধ্যা সোয়া ৬টার দিকে সেখানে প্রবেশ করে দারোয়ানসহ প্রতিষ্ঠানের ১৩ কর্মচারীকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে রাতভর মালামাল লুট করে। ৭ মার্চ ভোরে ডাকাত দলের সদস্যরা দুইটি ট্রাকে প্রতিষ্ঠানের ৩৯ রকমের যন্ত্র ও যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বগুড়া প্রতিনিধি রাহেনুর ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.