বগুড়ায় মাহে রমজান উপলক্ষে পবিত্র কোরআন বিতরণ

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মহাবিস্ময় পবিত্র আল কোরআন বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার (২৪ মার্চ) বাদ জুম্মা বগুড়া সদরের ডাকুরচক এলাকায় রজনীগন্ধা ক্লাবের উদ্যোগে সংগঠনের কার্যালয়ে এঅনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার ১৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ওছমান গনী। এসময় তিনি বলেন, কোরআন এর বিধান মেনে জীবন পরিচালনা করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডাকুরচক বায়তুর রহমান জামে মসজিদের খতিব হাফেজ মাও. আব্দুল মজিদ, মসজিদ কমিটির সভাপতি মাও. শফিকুল ইসলাম, আজিজার রহমান বুলু, মো. জহুরুল ইসলাম, আবু তালেব, মো. মাহফুজার রহমান, আবু হানিফ, রুহুল আমীন রাছেল, আব্দুর রহমান, হাবিবুর রহমান, মামুনুর রশীদ প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রজনীগন্ধা ক্লাবের সভাপতি মো. জিয়া আলম।
এসময় প্রায় অর্ধ শতাধিক পবিত্র আল কোরআন বিতরণ হয়। পরিশেষে সকল সুধী-শুভাকাঙ্ক্ষী সহ সকলের কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বগুড়া প্রতিনিধি রাহেনুর ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.