বগুড়ায় জাতীয় পার্টির কার্যালয়ে আবারও ভাঙচুর

বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের সাতমাথায় অবস্থিত জাতীয় পার্টির (জাপা) জেলা কার্যালয়ে আবারও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ আগস্ট) রাতের কোনো এক সময়ে কার্যালয়ের নতুন করে মেরামতের কাজ ভেঙে দেওয়া হয়েছে।
এর আগে গত ফেব্রুয়ারিতে কার্যালয়টিতে হামলা চালানো হয়েছিল।
জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি আওয়ামী লীগ, জাসদ ও জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর থেকে জাপার কার্যালয়টি ভগ্নদশায় ছিল। সম্প্রতি নতুন করে এর সংস্কার কাজ শুরু হয় এবং কয়েক ফুট ইটের গাঁথুনিও দেওয়া হয়। তবে রাতের আঁধারে মোটরসাইকেলে করে আসা কয়েকজন যুবক সেই নতুন গাঁথুনি ভেঙে ফেলে।
এদিকে এ হামলার বিষয়ে এখন পর্যন্ত জাতীয় পার্টির কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, কার্যালয়ের মেরামতের কাজ চলছিল। রাতের আঁধারে কয়েকজন যুবক হামলা চালিয়ে ভাঙচুর করেছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বগুড়া প্রতিনিধি রাহেনুর ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.