বগুড়ায় গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতে এনজিওর পরিচালকসহ গ্রেপ্তার-৩

বগুড়া প্রতিনিধি: বগুড়ার গাবতলীতে গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতের ঘটনায় সমাজ উন্নয়ন কর্ম (সার্ক) নামের একটি বেসরকারি এনজিওর পরিচালকসহ তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে গাবতলীর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, সমাজ উন্নয়ন কর্মের পরিচালক আশরাফুল ইসলাম স্বপন, উপ-পরিচালক ছামছুল আলম, ব্যবস্থাপক আইয়ুব আলী লিটন।
এ ঘটনায় এক ভুক্তভোগী আশাদুল ইসলাম থানায় মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে।
পুলিশ জানায়, জেলার গাবতলী উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কৃষক, দিনমজুর, ব্যবসায়ীদের টাকা ওই এনজিওতে জমা রাখলে দ্বিগুন লাভের প্রলোভন দেয়। এভাবে অর্ধশত মানুষের নিকট থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় তারা। এ ঘটনায় মামলা হলে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বগুড়া প্রতিনিধি রাহেনুর ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.