বগুড়ায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ, ৩টি মোটরসাইকেলে আগুন, গাড়ি ভাংচুর

বগুড়া প্রতিনিধি: বগুড়া- ঢাকা মহাসড়কের বগুড়ার বেতগাড়িতে আওয়ামী লীগ ও বিএনপি’র কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ হয়েছে। এসময় কয়েকটি গাড়ি ভাঙচুর, তিনটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে আন্দোলন কারীরা।
আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কের উপরে অবস্থান নিয়ে টায়ারে আগুন জালিয়ে মিছিল করে।
আওয়ামী লীগ অবরোধ বিরোধী মিছিল বের করলে দু পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়। এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় অন্তত ৫ জন আহত হয়।
অপরদিকে, বগুড়া- রংপুর মহাসড়কের বগুড়ার গোকুল, বাঘোপাড়া, মহাস্থান এলাকায় অবরোধ করে রেখেছে বিএনপি ও জামাত কর্মীরা।
বগুড়া থেকে ঢাকাগামী বাস স্ট্যান্ড থেকে কোন গাড়ি ছাড়েনি । সড়ক- মহাসড়কে কোন যানবাহন চলছে না।
এদিকে সহিংসতা এড়াতে চার প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে। শহরের কেন্দ্রস্থল সাতমাথাসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বগুড়া প্রতিনিধি রাহেনুর ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.