বকেয়া বেতনের দাবিতে রাজশাহী রেশম কারখানা শ্রমিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী রেশম কারখানা শ্রমিকরা সাত মাসের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন করেছেন।
রবিবার সকাল (২২ জানুয়ারী) সকাল ১১টায় রেশন কারখানার সামনে এ মানববন্ধন করেন তারা।
শ্রমিকরা জানান, রাজশাহী রেশম কারখানায় শতাধিক শ্রমিক দৈনিক মজুরী ভিত্তিতে কাজ করেন। তারা ৫০০ থেকে ৬০০ টাকা বেতন পান কিন্তু গত সাত মাস ধরে তাদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। এ অবস্থায় তারা পরিবার-পরিজন নিয়ে চরম মানবতার জীবনযাপন করছেন।
বিষয়টি নিয়ে তারা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানালেও বেতন ছাড় করা হয়নি আজও।
এরই প্রতিবাদে তারা রাজশাহী রেশন কারখানার সামনে মানববন্ধন কর্মসূত্রে অংশগ্রহণ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.