বকেয়া পৌরকর আদায়ে ওয়ার্ড পর্যায়ে অস্থায়ী ক্যাম্প: রাসিক

রাসিক প্রতিবেদকবকেয়া পৌরকর আদায়ে ওয়ার্ড পর্যায়ে অস্থায়ী আদায় ক্যাম্প স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। এরই অংশ হিসেবে আগামী ২৫ হতে ২৭ নভেম্বর নগরীর ৪, ৭, ১৪, ১৫, ২৪ ও ২৭নং ওয়ার্ডে অস্থায়ী আদায় ক্যাম্প পরিচালিত হবে।

রাজশাহী সিটি কর্পোরেশন এর অধিক্ষেত্রে যে সব হোল্ডিং মালিকগণ এখনও পৌরকর পরিশোধ করেননি তাদের সাথে যোগাযোগ করে বকেয়া পৌরকর আদায় এবং সকল নাগরিকগণকে পৌরকর পরিশোধে উৎসাহিত করার লক্ষ্যে কর্র্তৃপক্ষ ওয়ার্ড কার্যালয়ে অস্থায়ী পৌরকর আদায় ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আগামী ২৫ হতে ২৭ শে নভেম্বর ২০১৮ (রবিবার, সোমবার, মঙ্গলবার) ওয়ার্ড নং-৪; ওয়ার্ড নং-৭; ওয়ার্ড নং-১৪; ওয়ার্ড নং-১৫; ওয়ার্ড নং-২৪; ওয়ার্ড নং-২৭ এ অস্থায়ী আদায় ক্যাম্প স্থাপন করা হবে। নাগরিকগণ সকাল ৯.৩০টা হতে বিকেল ৩.৩০টা পর্যন্ত বিধি অনুসারে প্রাপ্ত সুযোগসহ পৌরকর পরিশোধ করতে পারবেন।

সংশ্লিষ্ট ওয়ার্ডের হোল্ডিং মালিকগণকে ওয়ার্ড কার্যালয়ে বকেয়া পৌরকর পরিশোধ করতে অনুরোধ জানানো হয়েছে।(প্রেস বিজ্ঞপ্তি#

Comments are closed, but trackbacks and pingbacks are open.