বকেয়া বেতনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে সিজন ড্রেস কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে গাজীপুরা এলাকায় সিজন ড্রেসে লিমিটেডের শ্রমিকরা আন্দোলনে নামেন। কিছু সময় কারখানার গেটে অবস্থান করার পর তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশ অবরোধ করে রাখে।
শ্রমিকরা জানান, বকেয়া বেতন টাকা কারখানা কর্তৃপক্ষ দেয় দিচ্ছি বলে দিচ্ছে না। তাই বাধ্য সড়কে নামতে হয়েছে আমাদের।
শিল্প পুলিশের টঙ্গী জোনের ইন্সপেক্টর মোশাররফ হোসেন বিটিসি নিউজকে জানান, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করছে শিল্প পুলিশ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাজীপুর প্রতিনিধি মো. সাইফুল ইসলাম সাইফুল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.