বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী বাবুল তালুকদারের ব্যাপক প্রচারণা!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ইসমাইল হোসেন বাবুল তালুকদার ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন। বকশীগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে রোববার বিকালে পৌর এলাকার দড়ি পাড়া, তালতলা, মাঝ পাড়া এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার-প্রচারণায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী বাবুল তালুকদার।
আগামি ৯ মার্চ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী বাবুল তালুকদার তার মোবাইল ফোন প্রতীকে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। তিনি ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে নির্বাচনে মোবাইল ফোন প্রতীককে জয়যুক্ত করতে ভোটারদের প্রতি আহবান জানান।
এসময় বাবুল তালুকদার ভোটারদের কাছে পৌরবাসীর নাগরিক সুবিধা বৃদ্ধিতে বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তিনি নির্বাচিত হলে বকশীগঞ্জ পৌরসভাকে মডেল পৌরসভায় রূপান্তরিত করতে ভোটারদের আশ্বাস প্রদান করেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম আজাদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.