বকশীগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সরকারি গণগ্রন্থাগারে ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান, বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার।
উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেনের সঞ্চালনায় মতিবিনিময় সভায় এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতউর রাব্বী, বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল মান্নান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদুল আলম, মেয়র প্রার্থী ইসমাইল হোসেন বাবুল তালুকদার, মেয়র প্রার্থী নজরুল ইসলাম সওদাগর, মেয়র প্রার্থী ফখরুজ্জামান মতিন, মেয়র প্রার্থী আনোয়ার হোসেন বাহাদুর, পৌর কাউন্সিলর প্রার্থী জহুরুল ইসলাম, কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন, জয়নাল আবেদিন।
মতবিনিময় সভায় পৌরসভা নির্বাচনে প্রার্থীরা আইনশৃঙ্খলা পরিবেশ শান্তিপূর্ণ রাখা, কালো টাকার ছড়াছড়ি বন্ধ করা, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন বন্ধ করা সহ সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন করার দাবি জানান।
মতবিনিময় সভায় পৌর মেয়র প্রার্থী, সাধারণ কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী , প্রিজাইডিং কর্মকর্তা , সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামি ৯ মার্চ বকশীগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ১২ টি ভোট কেন্দ্রে মোট ৩৫ হাজার ৫১৮ জন ভোটার এবারই প্রথম ইভিএম এ তাদের ভোট প্রদান করবেন। নির্বাচনটি অবাধ ও নিরপেক্ষ করার আশ্বাস প্রদান করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.