বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগাফি মেশিন ও ইসিজি রুম উদ্বোধন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে নতুন মাত্রা যোগ হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। নতুন করে আল্ট্রাসনোগ্রাফি মেশিন চালু ও ইসিজি রুম উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে আল্ট্রাসনোগ্রাফি মেশিন চালু ও ইসিজি রুমের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা। উপজেলা প্রশাসন ও এলজিইডির অর্থায়নে এই মেশিনটি ক্রয় করা হয়।
উদ্বোধনকালে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা লাবনী, মেডিকেল অফিসার ডা. মাইনুল ইসলাম, সহকারী সার্জন (ডেন্টাল) ডা. নুজহাত আফরিন, এলজিইডির উপসহকারী প্রকৌশলী সুজন চক্রবর্তী, হাসপাতালের পিএলসিএ আব্বাস আলী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হৃদয় পাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আল্ট্রাসনোগ্রাফি মেশিন চালুর মাধ্যমে গর্ভবতী নারী সহ রোগীরা সহজেই সেবা নিতে পারবেন এবং স্বল্প খরচে গরিব ও অসহায় রোগীরা ইসিজি সেবা নিতে পারবেন।
উপজেলা ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা লাবনী সরকারি এই হাসপাতালে সেবা নিতে মানুষকে আহবান জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.