বকশীগঞ্জে হেফাজতে ইসলামের কমিটি গঠন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কমিটি গঠন করা হয়েছে। মুফতি মোহাম্মদ আলীকে সভাপতি ও মুফতি মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট ঘোষণা করা হয়।

বুধবার (২৬ মার্চ) নবগঠিত কমিটির পরিচিতি সভা উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে কমিটির পরিচিতি সভার আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর জামালপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মওলানা নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন হেফাজতে ইসলামের জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মওলানা আলী আকবর ও যুগ্ন সাধারণ সম্পাদক মুফতি ফরিদ উদ্দিন।
নবগঠিত কমিটির বকশীগঞ্জ শাখার সভাপতি মুফতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি মনিরুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সহসভাপতি মওলানা আবদুল মজিদ, যুগ্ন সাধারণ সম্পাদক মুফতি জাকির হোসাইন, যুগ্ন সাধারণ সম্পাদক মওলানা সাইফুল ইসলাম জামালপুরী, সাংগঠনিক সম্পাদক মুফতি আবদুর রশিদ , সহ সাংগঠনিক সম্পাদক মুফতি মহিব হাসান ও প্রচার সম্পাদক মওলানা হামিদুল ইসলাম প্রমুখ।
পরে ইফতার ও দোয়া মাহফিলে শান্তির ধর্ম ইসলামের বিজয় চেয়ে মোনাজাত পরিচালনা করা হয় এবং ইসলামের কার্যক্রমকে বেগবান করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.