বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রলি চালক নিহত !


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সুলতান মিয়া (৩৫) নামে এক ট্রলি গাড়ির চালক নিহত হয়েছে। গতকাল বুধবার রাত ১০ টার দিকে বকশীগঞ্জ-জামালপুর সড়কের পাখিমারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রলি চালকের সহকারী আবদুর রহিম (২৪) গুরুতর আহত হয়েছেন।
নিহত সুলতান মিয়া দেওয়ানগঞ্জ পৌর এলাকার বাঙালির চর মধ্য পাড়া গ্রামের বিলাত আলীর ছেলে।
স্থানীয়রা বিটিসি নিউজকে জানান, স্যালো মেশিন চালিত ট্রলি গাড়িতে কাঠ বোঝায় করে বাড়িতে ফিরছিলেন ট্রলি গাড়ির চালক সুলতান মিয়া ও তার সহকারী আবদুর রহিম। পাখিমারা গ্রামের ভাঙা সড়কে পৌঁছার সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় কাঠ বোঝায় ট্রলি গাড়িটি। এ সময় মারাত্মকভাবে আহত হন তারা।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সুলতান মিয়াকে মৃত ঘোষনা করেন এবং আহত আবদুর রহিমকে ভর্তি করেন।
বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাস সম্রাট সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.