বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাবেক ইউএনও মাসুদ রানা ও নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন সিদ্দিকীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূটি পালিত হয়েছে।
রোববার (৩১ আগস্ট) দুপুর ১২ টায় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে বাট্টাজোড় জিন্নাহ বাজার এলাকায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জিন্নাহ বাজার এলাকায় অবস্থিত কিন্ডার গার্ডেন ব্রাইট স্কুলের পরিচালক ইসমাইল হোসেন সিরাজী নগর মামুদ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আল মামুন সিদ্দিকীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ টি মিথ্যা প্রমাণিত হওয়ায় বকশীগঞ্জ ইউএনও মো. মাসুদ রানা গত ১৩ আগস্ট ব্রাইট স্কুলের পাঠদান কার্যক্রম সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বন্ধ করে দেন।
এঘটনায় ক্ষুব্ধ হয়ে ইসমাইল হোসেন সিরাজী ব্রাইট স্কুলের শিক্ষার্থী দিয়ে গত ২৪ আগস্ট সাবেক ইউএনও মো. মাসুদ রানা ও নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন সিদ্দিকীর বিরুদ্ধে মানববন্ধন করান এবং অপপ্রচারে লিপ্ত হন।
এরই প্রতিবাদে আমরা সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মানববন্ধন করছি। তাই আমরা ব্রাইট স্কুলের পাঠদান কার্যক্রম বন্ধ রাখার দাবি জানাচ্ছি।
Comments are closed, but trackbacks and pingbacks are open.