বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের ১ম মৃত্যু বার্ষিকী পালিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা প্রেসক্লাবের আয়োজনে শনিবার (১৫ জুন) বিকালে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চালনায় এবং সভাপতি হেদায়েত উল্লাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক, সাংবাদিক শাহীন আল আমিন, সাংবাদিক এমদাদুল হক লালন, সাংবাদিক নাদিমের কন্যা রাব্বিলাতুল জান্নাত।
আলোচনা সভায় বক্তারা নাদিম হত্যার মামলার জামিন পাওয়া আসামিদের জামিন বাতিল করা সহ যারা গ্রেপ্তার হয়নি তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ জুন রাতে বকশীগঞ্জ পৌর এলাকার পাটহাটি এলাকায় সন্ত্রাসী হামলায় মারাত্মক আহত হয় সাংবাদিক নাদিম। পরদিন ১৫ জুন চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাংবাদিক নাদিম।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.