বকশীগঞ্জে সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধে ইমাম সম্মেলন অনুষ্ঠিত


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা দূরীকরণে ইমামদের করণীয় বিষয়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন বকশীগঞ্জ কার্যালয়ের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুরে সরকারি ভোকেশনাল ইনস্টিটিউট এর মিলনায়তনে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইমাম সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মোশারফ হোসেন, মডেল কেয়ারটেকার মওলানা এনায়েত উল্লাহ, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ , মুফতী মোহাম্মদ আলী প্রমুখ।
ইমাম সম্মেলনে সন্ত্রাস, জঙ্গীবাদ বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, মসজিদের খোতবায় বয়ানের মাধ্যমে মুসল্লিদের এই বিষয়ে আলোচনা করা, যে কোন সরকার বিরোধী গুজবে কান না দিতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, ছোটখাট সামাজিক সমস্যা সমাধানে ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.