বকশীগঞ্জে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বঙ্গবন্ধু পুত্র শেখ কামালের ৭২ তম জন্মবাষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার (০৫ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।
পুস্পস্তবক অর্পনকালে বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, ইউএনও মুন মুন জাহান লিজা, সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ , বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুর রহিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, বকশীগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম জয় প্রকাশ নন্দী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পুস্পস্তবক অর্পন শেষে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে শেখ কামালের জন্ম বার্ষিকী উপলক্ষে যুব-যুবতীদের মাঝে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.