বকশীগঞ্জে লকডাউন নিশ্চিত করতে পুলিশের টহল জোড়দার


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে করোনার সংক্রমণ রোধে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ও লকডাউন নিশ্চিত করতে পুলিশি টহল জোড়দার করা হয়েছে।
আজ সোমবার বকশীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে বকশীগঞ্জ পৌর শহর সহ বিভিন্ন বাজারে টহল দিতে দেখা গেছে। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট এর নেতৃত্বে পুলিশ সকাল থেকেই শহরে অবস্থান নেন। তারা পথচারীদেরকে মাস্ক পড়তে উৎসাহিত করা হচ্ছে।
পাশাপাশি বিনাকারণে শহরে প্রবেশ করা মানুষকে দ্রুত শহর ত্যাগ করতে কাজ করছে। এছাড়াও যত্রতত্র মোটরসাইকেল চলাচল, যানবাহন চলাচলে কড়াকড়ি আরোপ করেন থানা পুলিশ।
বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট বিটিসি নিউজকে জানান, করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় সরকারের নির্দেশনা মোতাবেক পুলিশ মাঠে কাজ করছে। মানুষকে সচেতন করার পাশাপাশি লকডাউন নিশ্চিত করতে মাঠে ধাকবে পুলিশ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.