বকশীগঞ্জে র‌্যাব-১৪ এর অভিযানে মানব পাচার মামলার আসামী গ্রেপ্তার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে র‌্যাব -১৪ এর অভিযানে মানব পাচার মামলার আসামী সাজিদুল ইসলামকে (৩৯) গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) রাত ১০ টার দিকে বগারচর ইউনিয়নের সারমারা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১৪ এর জামালপুর সিপিসি-১ এর আভিযানিক দল তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত সাজিদুল ইসলাম বগারচর ইউনিয়নের গোপালপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।
মঙ্গলবার (১৫ জলাই) দুপুরে র‌্যাব-১৪ এর জামালপুর সিপিসি-১ এর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৪ জানায়, বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের গোপালপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে সাজিদুল ইসলাম গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানার এক নারীকে সৌদি আরবে পাঠানোর কথা বলে দুই দফায় ৩ লাখ টাকা নেয়। পরে ওই নারীকে কুয়েতে পাচার করে দেন অভিযুক্ত সাজিদুল ইসলাম। কুয়েতে পাচারের পর ওই নারীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। এক পর্যায়ে সেনাবাহিনীর সহায়তায় বাংলাদেশে ফিরে আসেন ভিকটিম ওই নারী।
প্রতারণা ও নির্যাতনের শিকার ওই নারী গোপালগঞ্জ মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি টুঙ্গীপাড়া থানাকে এফআইআর ভুক্ত করতে আদেশ দেন।
ওই মামলায় র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪ এর জামালপুর সিপিসি-১ এর আভিযানিক দল আসামী সাজিদুলকে ধরতে মাঠে নামেন।
সোমবার রাতে সফল অভিযানে সাজিদুল ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব-১৪ এর সদস্যরা।
গ্রেপ্তারের পর মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট সাজিদুল ইসলামকে হস্তান্তর করেছে র‌্যাব।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.