বকশীগঞ্জে রানার মোটরসাইকেল শো রুমের সার্ভিস ক্যাম্পের উদ্বোধন


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে রানার মোটরসাইকেল শো রুমের গ্রাহকদের সেবা নিশ্চিত করতে সার্ভিস ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
রানার মোটরসাইকেল শো রুমের ডিলার শ্রাবন্ত এন্টারপ্রাইজের সহযোগিতায় সোমবার বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা মাঠে দুই দিন ব্যাপি সার্ভিস ক্যাম্পের উদ্বোধন করা হয়।
সার্ভিস ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
এসময় বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদরাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম, রানার মোটরসাইকেল শো রুমের ডিলার শ্রাবন্ত এন্টারপ্রাইজের প্রোপাইটর মজিবর রহমান তালুকদার শাহীন, হিন্দু পরিষদের নেতা রমেশ চন্দ্র রায়, আবুল কালাম আজাদ সুলতান, রানার মোটরসাকেল লিমিটেডের এক্সিকিউটিভ প্রান্ত সহ বিভিন্ন সার্ভিস গ্রহণকারী, সার্ভিস প্রদানকারী ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।
আজ সোমবার প্রথম দিনে ৪০ টি মোটরসাইকেল সার্ভিস দেওয়া হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.