বকশীগঞ্জে রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টশন ক্লাস শুরু

 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে পৌর শহরে অবস্থিত রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজে ২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের  নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস শুরু করা হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) ১১ টায় উক্ত প্রতিষ্ঠানে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নুরুল ইসলাম আব্দুল্লাহ।
শিক্ষক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসান বিন রফিকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোতাসিম বিল্লাহ রুবেল, উপাধ্যক্ষ কামরুজ্জামান হেলাল, অভিভাবক ও আবু সাইদ, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম, সাংবাদিক শাহীন আল আমিন প্রমুখ।
উপস্থিত বক্তারা উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা রবিউল ইসলামকে সাধুবাদ জানান মানসম্মত এই প্রতিষ্ঠান স্থাপন করায়।
উল্লেখ্য, ২০২৩ শিক্ষাবর্ষে প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত ৩৫০ জন শিক্ষার্থী নিয়ে ক্লাস শুরু করা হয়। পর্যায়ক্রমে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম শুরু করা হবে।
ক্লাস উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.