বকশীগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারী ,প্রশিক্ষণার্থী, যুব উদ্যোক্তা ও যুব সংগঠকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা সরকারি গণগ্রন্থাগারে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকালে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মো. সাইফুজ্জামান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদের সঞ্চালনায় মতবিনিময় সভায় এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. আ: হামিদ খান, পরিচালক (অর্থ) মো. আব্দুর রাজ্জাক, পরিচালক (দা:বি ও ঋণ) একেএম মফিজুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রউফ তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, সহকারী লাইব্রেরিয়ান মাহমুদা আক্তার সহ যুব উদ্যোক্তা, যুব-যুবতীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষিত ৬ জন যুবক-যুবতীর মাঝে ৪ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করেন মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান।
মতবিনিময় সভায় মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান বলেন, আগামি ৬ মাসের মধ্যে বকশীগঞ্জ উপজেলাকে বেকার মুুক্ত উপজেলা ঘোষণা করার পরিকল্পনা নিয়েছে যুব অধিদপ্তর। এজন্য বকশীগঞ্জ উপজেলার বেকার যুব-যুবতীদের যুব অধিদপ্তরের সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষণ নিয়ে ও ঋণ নিয়ে কাজে নেমে
পড়তে হবে। বসে থেকে স্বপ্ন দেখলে হবে না। স্বপ্ন বাস্তবে পরিণত করতে হলে অধ্যাবসায় থাকতে হবে এবং পরিকল্পনা মাফিক শ্রম দিতে হবে। পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মানে এদেশের যুব সমাজের ভূমিকা থাকতে হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.