বকশীগঞ্জে মিথ্যা অপপ্রচার করে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্নের প্রতিবাদে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধনের মাধ্যমে মিথ্যা অপপ্রচার, প্রতিষ্ঠানের সুনাম ও ব্যক্তিগত সুনাম ক্ষুন্নের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দুই শিক্ষক।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের পক্ষে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও সহকারী প্রধান শিক্ষক শরিফা আক্তার নিজ কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও সহকারী প্রধান শিক্ষক শরিফা আক্তার বলেন , স্থানীয় একটি কুচক্রী মহলের কিছু ব্যক্তি বিদ্যালয়ে জনবল নিয়োগে অযোগ্যতার কারণে বাতিল হওয়ার পর থেকে আমাদের সুনামধন্য বিদ্যালয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, ম্যানেজিং কমিটির বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগ দায়ের করে অপপ্রচার ও সুনাম ক্ষুন্ন করে যাচ্ছেন। ওই মহলটি বিগত পতিত সরকারের আমল থেকে অনৈতিকভাবে বিদ্যালয়ের বিভিন্ন সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ এতে রাজী না হওয়ায় তারা আমাদের ক্ষিপ্ত ছিলো।
এই প্রতিষ্ঠানের কার্যক্রমকে তারা বাঁধাগ্রস্ত করতে চায়। তাই গত ২১ সেপ্টেম্বর আমাদের মাউশির পরিচালক অধ্যাপক আবু কাইয়ুম শিশিরকে জড়িয়ে এবং প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষককের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগে একটি মানববন্ধন করেন।
উক্ত মানববন্ধনের মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের প্রতিষ্ঠান ও আমাদের নিয়ে অপপ্রচার করা হয়। ফলে আমাদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে সুনাম ক্ষুন্ন করা হয়। তাই আমরা শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.