বকশীগঞ্জে মারধরের মামলায় জামিন পেলেন উপজেলা আ. লীগের সভাপতি নূর মোহাম্মদ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদের জামিন মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত।
রোববার বেলা ১১ টায় নূর মোহাম্মদ ও তার ছোট ভাই নজরুল ইসলাম সাত্তার স্বশরীরে হাজির হয়ে জামালপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (তৃতীয়) জামিনের আবেদন করলে আদালতের বিচারক বেবী নাজনীন তাদের জামিন মঞ্জুর করেন।
এর আগে গত বৃহস্পতিবার রাতে নিলাখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বহিস্কৃত সভাপতি সাইফুল ইসলাম খোকা বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ ও তার ছোট ভাই নিলাখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তারকে আসামী করে মামলা দায়ের করেন।
গত বুধবার (২৬ অক্টোবর) রাতে নিলাখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকার সঙ্গে কমিটি অনুমোদন নিয়ে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদের কথাকাটি হয়।
এক পর্যায়ে খোকাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন নূর মোহাম্মদ।
পরদিন বৃহস্পতিবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ সহ অজ্ঞাত ৫ জনের নামে থানায় মামলা দায়ের করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকা। পরে তাকে ওই রাতেই দল থেকে বহিস্কার করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.