BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

বকশীগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: মাদক বিক্রি রোধ, মাদক চোরাচালান প্রতিরোধ ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বিকালে সীমান্তবর্তী বগারচর ইউনিয়নের সারমারা বাজারে স্থানীয় সচেতন ছাত্র ও যুব সমাজের ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থী, যুব সমাজ, শিক্ষক, ইমাম, ব্যবসায়ী সহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে এসময় সহকারী শিক্ষক জাহিদ আলম, যুবদল নেতা এসএম মনির, ক্যামব্রিজ স্কুলের প্রতিষ্ঠাতা খালেদ সাইফুল্লাহ মিষ্টার, নুর আলম, শিক্ষার্থী আলেয়া আক্তার, শিক্ষার্থী রাজিব হাসান বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বকশীগঞ্জ উপজেলায় ব্যাপকহারে মাদকের ব্যবহার ছড়িয়ে পড়েছে। এতে করে যুব সমাজ আজ ধ্বংসের দাঁড়প্রান্তে রয়েছে। বিশেষ করে ভারতীয় সীমান্তবর্তী এলাকা গুলোতে মাদকের ভয়াবহতা বেড়েই চলছে।

তাই তারা সীমান্তবর্তী বগারচর ইউনিয়নকে মাদকমুক্ত করতে পুলিশ, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেন। সেই সাথে এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা ও সেবনকারীদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ