বকশীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বাস্তবায়ন ও অবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বাস্তবায়ন ও অবহিতকরণ বিষয়ক সেমিনার সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
সেমিনারে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, উপজেলা বণিক সমিতির সদস্য সচিব শাকিল তালুকদার, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহীন আল আমিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রমুখ।
সেমিনারে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা , জনপ্রতিনিধি , বীরমুক্তিযোদ্ধা , সাংবাদিক , ব্যবসায়ী, মাংস ব্যবসায়ী, সবজি ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের প্রয়োগ করা, বেশি মূল্যে মাংস বিক্রি বন্ধ করা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি করা, বাজার ব্যবস্থাপনা কমিটির কার্যকারিতা জোরদার করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.