বকশীগঞ্জে ভূমি মেলা উপলক্ষে র‌্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ভূমি মেলা উপলক্ষে বর্ণ্যাঢ্য র‌্যালি ও জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে (রোববার) উপজেলা রাজস্ব প্রশাসনের উদ্যোগে সকাল ১০ টায় এসিল্যান্ড কার্যালয় হতে একটি র‌্যালি বের করা হয়।
র‌্যালি শেষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সচেতনতামূলক সভায় সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা নওশেদ আলী, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সার্ভেয়ার রেজাউল করিম, সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ।
ভূমি মেলা উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা ভূমি অফিস।
র‌্যালি ও আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সেবা গ্রহিতা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.